রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার পর উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা-কামঠানা এলাকায় রেললাইনের পাশে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
লোহাগড়া থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) আমিরুজ্জামান সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রিয়াজুল উপজেলার কুমোরকান্দা গ্রামের মৃত ফজলুল মোল্যার ছেলে। তিনি পেশায় কৃষক ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার কামঠানা এলাকার স্থানীয়রা এক যুবককে কান্না করতে করতে রেল লাইনের দিকে যেতে দেখেন। কান্না করতে করতে যুবক রিয়াজুল রেল লাইনের ওপর বসে পড়েন। এদিকে বেনাপোল থেকে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস দ্রুত গতিতে ধেয়ে যাওয়ায় স্থানীয়রা রিয়াজুলকে রেল লাইন থেকে সরাতে ব্যর্থ হন। দ্রুত গতির ট্রেনের ধাক্কায় যুবক পাশের খাদে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ৯৯৯ এ কল করে ঘটনার বিষয়ে জানালে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে পুলিশকে অবহিত করেন।
আরও পড়ুন: নড়াইলে মামলায় ফাঁসিয়ে অর্থ আদায়চেষ্টা: প্রতিবাদে মানববন্ধন
জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর নড়াইল প্রথম বারের মতো রেল সেবার আওতায় যুক্ত হয়। পদ্মা রেল লিংক প্রকল্পের আওতায় নড়াইল অংশে রয়েছে ২৮ কিলোমিটার। রোববার যুবক রিয়াজুলের মৃত্যুই প্রথম দুর্ঘটনা নড়াইল রেলের এ অংশে।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান সময় সংবাদকে বলেন, খবর পেয়ে খুলনা থেকে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
]]>