নিহত নাসির শেখ লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের মৃত দবির উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল থেকে লোহাগড়াগামী অটোরিকশাকে নড়াইলগামী একটি কাভার্ডভ্যান বসুপটি এলাকায় পৌঁছালে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক নাসির শেখ নিহত এবং আহত হন চার যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয়রা নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আরও পড়ুন: বরিশালে কাভার্ডভ্যান চাপায় ছাত্রদল নেতার স্ত্রী নিহত
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের টিএসআই মো. লিয়াকত হোসেন সময় সংবাদকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। কাভার্ডভ্যান চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। দুর্ঘটনার পর নড়াইল-ঢাকা মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিলো। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।’