নৌবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেল ২ শতাধিক রোগী

২ সপ্তাহ আগে
সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বরগুনার পাথরঘাটায় একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।

সোমবার (২৩ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাথরঘাটা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায় এ ক্যাম্পে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগেরও চিকিৎসা দেন। রোগীদের হাতে তুলে দেয়া হয় প্রয়োজনীয় ঔষধপত্রও।


ক্যাম্পে উপস্থিত স্থানীয় ইমাম হোসেন নাহিদ জানান, এই ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক, বিশেষ করে যারা দূরবর্তী এলাকায় গিয়ে চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য এটি আশীর্বাদ।


চিকিৎসা নিতে আসা আবদুল্লাহ বলেন, ‘পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট। এছাড়া সেখানে গিয়ে ১০ টাকার টিকিট কেটে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এক পাতা নাপা আর একপাতা এন্টাসিড ছাড়া কিছুই পাই না। সব রোগের একই ঔষধ দেয়। আর এখানে তারা ফ্রিতে অনেক ঔষধ বিতরণ করেছে।’


আরও পড়ুন: দাকোপে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা


বাংলাদেশ নৌবাহিনীর খুলনা হাসপাতালের সার্জন ডা. লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মোসাদ্দেকুল ইসলাম (বিএন) জানান, পাথরঘাটার বয়স্করা ব্যথা ও এলার্জি জনিত রোগে বেশি আক্রান্ত। এছাড়া সিজনাল ফ্লুতে আক্রান্ত রোগীরা বেশি চিকিৎসা নিতে আসছেন। তাদের বিভিন্ন পরামর্শের পাশাপাশি ফ্রিতে ঔষধ বিতরণ করা হয়েছে।


নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন