নৌ নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপের কথা জানলেন সাখাওয়াত হোসেন

৪ দিন আগে
দেশের অভ্যন্তরীণ নৌপথগুলোর নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (৭ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

 

ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সব নৌযানের রুট পারমিট ও লাইসেন্স গ্রহণ এবং নবায়নের বিষয়ে কঠোরভাবে মনিটরিং করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। অতিরিক্ত যাত্রী বা পণ্যবোঝাই না করতে নৌযান মালিকদের সতর্ক করা হয়েছে। আইন অমান্যকারী অনেককে শাস্তির আওতায় আনা হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘রাতে বাল্কহেড চলাচল বন্ধ করা হয়েছে। নদীর নাব্য বজায় রাখতে বিআইডব্লিউটিএ নিয়মিত ড্রেজিং পরিচালনা করছে। নৌপথের নিরাপত্তা নিশ্চিতে অপরাধপ্রবণ অঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং ঘাটসমূহে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।’

 

আরও পড়ুন: শিগগিরই সংশোধন হবে শ্রম আইন, প্রাধান্য পাবে শ্রমিকের স্বার্থ: উপদেষ্টা

 

নৌ-দুর্ঘটনা রোধে সর্বোচ্চ সতর্ক থাকায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে নির্বিঘ্নে গত ঈদযাত্রা সম্পন্ন হয়েছে উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘আগামী ঈদেও নৌপথের যাত্রীরা নিরাপদে ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন বলে আশা করি।’

 

সন্দ্বীপ ও মহেশখালীতে সরাসরি ফেরি সার্ভিস চালু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আগামীতে আরও জনপদকে সংযুক্ত করা হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেশে এমনও প্রত্যন্ত অঞ্চল এখনো রয়েছে যেখানে গত ৫০ বছরেও নৌযোগাযোগসহ অন্যান্য যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়নি। সেসব জায়গায় বিআইডব্লিউটিএর বিভিন্ন পন্টুন নির্মাণ করা হচ্ছে, যাতে সেখানকার অধিবাসীদের যাতায়াতের দৈনন্দিন কষ্টটা লাঘব হয়।’

]]>
সম্পূর্ণ পড়ুন