নৌ-টার্মিনালের শৌচাগার থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

১ সপ্তাহে আগে
হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর এলাকার একটি পরিত্যক্ত শৌচাগার থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টায় পৌর এলাকায় নৌ-টার্মিনালের শৌচাগার থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, স্থানীয় লোকজন শৌচাগারে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার (৩ জানুয়ারি) মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।


আরও পড়ুন: রাঙ্গামাটির লংগদুতে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার


আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মুর্শিদ সরকার বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন