নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ মিছিল

২ সপ্তাহ আগে
জুলাই গণহত্যার বিচারের দাবিতে নোয়াখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে 'জুলাই দ্রোহ' শিরোনামে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১ আগস্ট) বিকাল ৫টায় মাইজদী বাজারের বিসমিল্লাহ টাওয়ারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী পৌর বাজারে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শিবিরের নোয়াখালী শহর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হাবিবুর রহমান আরমান।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান আরমান বলেন, 'ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছিলাম। কিন্তু আজ সেই রক্তের সঙ্গে ছিনিমিনি খেলছে বর্তমান সরকার। এক বছর পার হলেও এখনও ‘জুলাই সনদ’ ঘোষণা করা হয়নি। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি ৩৬ জুলাইয়ের আগেই এই সনদ দিতে হবে। প্রয়োজনে আরও রক্ত দেব, কিন্তু দাবি আদায় করেই ছাড়ব, ইনশাআল্লাহ।'


আরও পড়ুন: জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বিতাড়িত করেছে, চাঁদাবাজদেরও তাই করবে: ছাত্রশিবির


এছাড়াও বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার সভাপতি আরিফুল ইসলাম, নোয়াখালী শহর শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রাকিব ও সাইফুল্লাহ সাইফ।


বক্তারা অবিলম্বে জুলাই গণহত্যার বিচার এবং ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি জানান। তারা বলেন, 'এই দাবিকে ঘিরে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ। সরকার যদি দাবির প্রতি শ্রদ্ধা না দেখায়, তাহলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।'

]]>
সম্পূর্ণ পড়ুন