নোয়াখালীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

১ সপ্তাহে আগে
নোয়াখালী-৫ আসনে বিএনপির ঘোষিত প্রার্থী ফখরুল ইসলামকে পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে দলটির একাংশ।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কবিরহাট বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভকারীরা বজলুল করিম চৌধুরী আবেদকে মনোনয়ন দেয়ার দাবিতে ‘বয়কট ফখরুল ইসলাম’, ‘মনোনয়ন পরিবর্তন চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। বিকেলে আবেদপন্থি নেতাকর্মীরা কবিরহাট কলেজের সামনে জড়ো হয়ে মিছিল বের করেন, যা বাজার ঘুরে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

 

মিছিলে অংশ নেয়া বিএনপি সমর্থকরা বলেন, ‘আমরা বিএনপিকে ভালোবাসি, কিন্তু নেতৃত্বে পরিবর্তন চাই। ফখরুল ইসলাম জামায়াতের অনুসারী এমন কাউকে আমরা প্রার্থী হিসেবে চাই না। তিনি ব্যবসায়ী গোষ্ঠীর রাজনীতি করেন, যা দলের স্বার্থের বিপরীতে।’

 

আরও পড়ুন: নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

 

এ বিষয়ে বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, ‘আমি ৩৯ বছর ধরে দলের সঙ্গে আছি, এলাকার মানুষ আমাকে চায় এটাই আমার শক্তি। নেতাকর্মীরা ভালোবাসা থেকে মিছিল করেছে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত।’

 

অন্যদিকে ঘোষিত প্রার্থী ফখরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। জামায়াতের সম্পৃক্ততা বা অনিয়ম প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। যারা বিক্ষোভ করছেন, তারা দীর্ঘদিন ধরে শৃঙ্খলা ভঙ্গ করছেন।’

 

বিক্ষোভ মিছিলে কবিরহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাফাতুর রহমান হাসান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশারসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

]]>
সম্পূর্ণ পড়ুন