নোয়াখালীতে অটোরিকশা উল্টে নারী নিহত

৩ সপ্তাহ আগে
নোয়াখালী সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চার মাস বয়সী একটি শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে সদর উপজেলা এওজবালিয়া ইউনিয়নের আনন্দবাজার ছাদের মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর জিরো পয়েন্ট থেকে রামগতিগামী একটি অটোরিকশা দ্রুতগতিতে আরেকটি গাড়িকে অতিক্রম (ওভারটেক) করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন।

আরও পড়ুন: নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ করতে গেলে গুরুতর আহত অবস্থায় চারজন এবং মৃত অবস্থায় একজনকে উদ্ধার করেন। নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মধ্যে চার মাস বয়সী এক শিশুসহ চারজনকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।


নোয়াখালী সুধারাম মডেল থানা অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

]]>
সম্পূর্ণ পড়ুন