নোয়াখালী-৫ আসনকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা বিএনপির প্রার্থীর

১ দিন আগে
নির্বাচিত হলে নির্বাচনী এলাকাকে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন নোয়াখালী-৫ (কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচনী এলাকা কবিরহাট বাজারের জিরো পয়েন্টে আয়োজিত এক সমাবেশে ফখরুল ইসলাম এই ঘোষণা দেন। এ সময় সমাবেশস্থলে উপস্থিত দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাঁর করতালি দিয়ে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান।


ফখরুল ইসলাম বলেন, ‘আমি নির্বাচিত হলে আমার সঙ্গে দেখা করতে কোনো মামা, খালুর দরকার হবে না। আমার জন্য ইলিশ মাছ, দই নিতে হবে না। আমার কোনো ভাই নাই, যে পৌরসভার মেয়র হবে কিংবা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হবে। যেমনটা হয়েছেন ওবায়দুল কাদেরের ভাই মেয়র, তিন ভাগনে ইউপি চেয়ারম্যান।’


তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে নদী ভাঙন কবলিত এই এলাকাকে ভাঙনের কবল থেকে মুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নিব, সেই সঙ্গে এলাকায় উন্নয়নসহ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’


আরও পড়ুন: বিএনপির বাইরে আমার কোনো গ্রুপ বা উপদল নেই: ফখরুল ইসলাম


কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া, সদস্যসচিব ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন