নোয়াখালী শহর শিবির সভাপতি আরমান, সেক্রেটারি মাহবুব

৬ দিন আগে
২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান আরমান ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল্যাহ আল মাহবুব।

শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় নোয়াখালীর মাইজদীতে স্থানীয় একটি মিলনায়তনে ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার সদস্যদের সমাবেশে তারা মনোনিত হন। সমাবেশে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন: ১১ বছর পর শিবির কর্মীর কবর খুঁড়ে মিলল ১২৪টি হাড় ও বুলেট

 

২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত হাবিবুর রহমান আরমানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

 

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি হাবিবুর রহমান আরমান শাখা সেক্রেটারি হিসেবে আব্দুল্যাহ আল মাহবুবকে মনোনীত করেন এবং নাম ঘোষণা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন