নোবিপ্রবির রেজিস্ট্রার হলেন তামজিদ হোসাইন

২ সপ্তাহ আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেলেন কাউন্সিল শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব দেয়া হয়।


অফিস আদেশে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদের দায়িত্ব নিম্নোক্ত শর্তে রেজিস্ট্রার, চলতি দায়িত্বে নিয়োজিত কাউন্সিল শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীকে প্রদান করা হলো।


আরও পড়ুন: নোবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ ড. হানিফ


শর্তসমূহ:

১. নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ নিয়োগ বিবেচিত হবে।

২. এ নিয়োগ ১৯ ডিসেম্বর ২০২৪ হতে কার্যকর বলে গণ্য হবে।

৩. এ দায়িত্বের জন্য বিধি মোতাবেক আপনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।

৪. পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।


নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোছাইন চৌধুরী বলেন,  ‘আমাকে এ গুরুদায়িত্ব দেয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সবার সহযোগিতা কামনা করছি। যাতে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।’

]]>
সম্পূর্ণ পড়ুন