নোবিপ্রবিতে জলবায়ু সহিষ্ণু ফসল গবেষণায় গ্রিনহাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯ ঘন্টা আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আধুনিক গ্রিনহাউস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

‘মেঘনা অববাহিকার নিম্নাঞ্চলের ফসলের উৎপাদনে জলবায়ুর প্রভাব নিরুপণ ও ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ’ প্রকল্পের আওতায় সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘এই গ্রিনহাউস কেবল অবকাঠামো নয়, এটি একটি আধুনিক গবেষণাকেন্দ্র হবে। জলবায়ু অভিযোজন কৌশল উদ্ভাবনে এবং লবণসহিষ্ণু ফসল উৎপাদনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ 

 

তিনি জানান, নেদারল্যান্ডস সফরে ডেল্টারেজ ইনস্টিটিউটের গবেষকদের সঙ্গে যৌথ গবেষণার বিষয়ে আলোচনা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং কৃষিতে টেকসই সমাধান আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

আরও পড়ুন: নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ মিছিল

 

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী মো. মহসিনসহ অন্যান্য শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্টজনেরা।

 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ২ কোটি টাকার এই দুই বছর মেয়াদি (২০২৪-২০২৬) প্রকল্পে ১৯৫৭-২০০১ সালের আবহাওয়া তথ্য বিশ্লেষণ করে ২১০০ সাল পর্যন্ত সম্ভাব্য জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস তৈরি করা হচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে গ্রিনহাউজে আলো, তাপমাত্রা, আর্দ্রতা নিয়ন্ত্রিত পরিবেশে মিলেটসহ খরা ও লবণসহিষ্ণু ফসলের অভিযোজন ও উৎপাদনশীলতা পর্যালোচনা করা হবে। এ ছাড়া কৃষিবিজ্ঞানী ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ এবং ওয়ার্কশপ আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন