রোববার (২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে বাংলাদেশ জামায়াতে ইসলাম আয়োজিত ‘ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার তিনি এ মন্তব্য করেন।
তাহের বলেন, বিএনপি যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে সেগুলোর মাধ্যমে বোঝা যায় যে তাদের মধ্যে স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা আছে। ভেতরে ভেতরে আবার স্বৈরাচার হওয়ার একটা খায়েস আছে মনে হচ্ছে, যে কারণে স্বৈরাচার হওয়ার যে রাস্তা আমরা বন্ধ করতে চাচ্ছিলাম তারা করতে দিচ্ছে না।
তিনি বলেন, বিএনপি আজ কী নিয়ে লড়াই করছে, তারা মাসের পর মাস আমাদের সঙ্গে এক হয়ে ৩১টি দল মিলে আমরা সংস্কারের একটি জায়গায় ঐকবদ্ধ হয়েছি। বিএনপিও হয়েছে। তারা সনদে সাইন করেছে। আমি আর সালাহউদ্দিন সাহেব একসাথে ছিলাম। একসাথেই তো ঐক্যবদ্ধ হয়েছি। আবার যেদিন সাইন হয়েছে সেদিনও আমি আর ফখরুল সাহেব পাশাপাশি ছিলাম। এবং সম্ভবত উনার ড্রেসটাও আমার চেয়ে পরিপাটি ছিল। মানে হাসিখুশি ঈদের মতো নতুন ড্রেস পরে সাইন করেছে। এমন না যে উনাদের কেউ ধরে বেঁধে এনেছেন জোর করে, উনাদের চেহারাটা মলিন। সিগনেচার করার সময় কলম কাঁপছে সেটাও দেখিনি সেদিন। মানে তারা বুছেশুনে সাইন করেছে। হঠাৎ কোনো একে রাতে উনারা কী স্বপ্ন দেখেছিলেন জানি না, সকালে উঠেই উল্টাপাল্টা বলছেন।
আরও পড়ুন: সংস্কার প্রস্তাব না মানা নতুন রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস: ডা. তাহের
সংস্কার বাংলাদেশের ডেভেলপমেন্ট ডেমোক্রেসির জন্য অনিবার্য উল্লেখ করে তাহের বলেন, সংস্কার প্রশ্নে আমরা কোনো আপস মানি না।
তিনি আরও বলেন, সংস্কার ছাড়া প্রধান উপদেষ্টা জিরো। কারো চাপে মাথা নত কইরেন না।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে জামায়াতের এ নেতা বলেন, আপনারা সব দলকে খুশি করতে চান এরকম আমরা শুনতেছি। কোনো দলকে খুশি করা আপনার কাজ না। আপনার কাজ জাতিকে খুশি করা।

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·