শনিবার (২২ নভেম্বর) ঢাকা সফরের প্রথমদিনে সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন দুই নেতা।
নৈশভোজের আগে এক সংক্ষিপ্ত আলোচনায় ভুটানের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। দুই পক্ষ দ্বিপাক্ষিক মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) বিষয়ে আলোচনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর পরিকল্পনা নিয়ে আলোচনা করে।
আরও পড়ুন: বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
দুই নেতা বাংলাদেশ–ভুটান সম্পর্কের পূর্ণ পরিসরজুড়ে বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, পর্যটন, ইন্টারনেট সহযোগিতা, পরিবহন, স্বাস্থ্যসেবা, পরিবেশ, জলসম্পদ, বিনিয়োগ এবং বিমান পরিবহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলাপ-আলোচনা করেন।
আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নৈশভোজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির স্থায়ী কমিটির সালাহউদ্দিন আহমদ, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ নৌ ও বিমানবাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। এছাড়াও জামায়াতের প্রতিনিধি উপস্থিত ছিলেন৷
]]>
১ দিন আগে
১






Bengali (BD) ·
English (US) ·