নেশার টাকার জন্য বাবার সঙ্গে ধস্তাধস্তি, বটির ওপর পড়ে ছেলের মৃত্যু

১ সপ্তাহে আগে
রাজধানীর ডেমরায় নেশার টাকার জন্য বাবার সঙ্গে ধস্তাধস্তি করার সময় ধারালো বটির ওপর পড়ে রাকিব হোসেন বাবু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টার দিকে ডেমরা বামৈল তালতলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


হাসপাতালে মৃত রাকিবের মামা আব্দুস সালাম জানান, তাদের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালিতে। বর্তমানে ডেমরা বামৈল তালতলা বাজার মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। পেশায় রাকিব আটোরিকশা চালক। তবে সে মাদকাসক্ত। নিয়মিত কাজ করতো না।


আরও পড়ুন: নেশার টাকার বলি হলো ৪ বছরের মেয়ে, বাবা গ্রেফতার


তিনি আরও জানান, মাঝে মধ্যেই নেশার টাকার জন্য তার বাবা আবুল কাশেমের সঙ্গে ঝগড়া করত। সোমবার দুপুরে নেশার টাকার জন্য বাসার ভিতর বাবার সঙ্গে ঝগড়া শুরু করে রাকিব। বাবা ছেলের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে রাকিব ঘরে থাকা বটির ওপর পড়ে গিয়ে জখমপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডেমরা এলাকা থেকে স্বজনরা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।


স্বজনরা দাবি করছে, নেশার টাকার জন্য বাবার সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে বটির ওপর পড়ে গিয়েছিল সে। তবে প্রকৃত ঘটনা কি তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন