বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের কশিগাড়ি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মোহাম্মদ আবু তাহেরের ছেলে ছাব্বির হোসেন বাবু (১৯) দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি সৃষ্টি করে। বৃহস্পতিবার দুপুরে ছাব্বির হোসেন বাবু তার মা তাসলিমা বেগমের (৫৫) কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবু ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে মায়ের শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তাসলিমা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: নেশার টাকা না পেয়ে মামাকে কুপিয়ে হত্যা করলো ভাগ্নে
স্থানীয়রা বলছেন, নেশার টাকার জন্য নিজের মায়ের ওপর হামলার মতো ঘটনা সমাজের জন্য এক অশনি সংকেত। তারা দ্রুত বাবুর শাস্তির দাবি জানান।
আরও পড়ুন: নেশার টাকার জন্য বাবার সঙ্গে ধস্তাধস্তি, বটির ওপর পড়ে ছেলের মৃত্যু
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আমরা খবর পেলে ঘটনাস্থলে গিয়ে সাব্বির হোসেন বাবুকে আটক করেছি। ঘটনাটি প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
]]>