প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা রাজ্যলক্ষ্মী বাড়ির ভেতর আটকে রেখেই সেখানে আগুন ধরিয়ে দিলে তিনি দগ্ধ হয়ে মারা যান।
নেপালের রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় ওই বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানায়, রাজ্যলক্ষ্মী চিত্রকরকে দ্রুত কীর্তিপুর বার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসার সময় তিনি মারা যান।
আরও পড়ুন: চিঠিতে যা লিখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী
তবে ঘটনার সময় ওই বাড়িতে আর কেউ ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া, এ ঘটনার আর কোনো বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি
]]>