জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফিফা প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।
আগামী ১৮ নভেম্বর ঘরের মাঠে ভারতকে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আতিথেয়তা দেবে বাংলাদেশ। সে ম্যাচের আগে প্রস্তুতি সারতে আজ জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে নেপালের। তবে শুরুটা ভালো হয়নি লাল সবুজদের।
আরও পড়ুন: হামজার বিপক্ষে খেলতে রোমাঞ্চিত নেপালও
আক্রমণে এদিন খুব একটা ধার ছিল না হাভিয়ের কাবরেরার শিষ্যদের। অগালো আক্রমণে গোলের জন্য খুব একটা সুযোগও তৈরি করতে পারেনি। বক্সে ফয়সাল আহমেদ ফাহিম যে কয়টি সুযোগ পেয়েছিলেন সেগুলোও কাজে লাগাতে পারেননি।
তবে সুযোগ নষ্ট করেনি নেপাল। ২৯তম মিনিটে নেপাল আচমকাই বল নিয়ে ঢুকে যায় বাংলাদেশের রক্ষণে। কাট ব্যাক থেকে বল পেয়ে নিচু শটে বল জালে জড়ান রোহিত চাঁদ। এগিয়ে যায় সফরকারীরা। বিরতিতে যাওয়ার আগে বাকি সময়ে চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি লাল সবুজরা।
আরও পড়ুন: নেপালের বিপক্ষে খেলতে নামলেও বাংলাদেশের ভাবনায় ভারত ম্যাচ
গত পাঁচ বছরে নেপালের বিপক্ষে ৬ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে সর্বশেষ ৫ ম্যাচেই জয়হীন বাংলাদেশ। নেপালের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয় পেয়েছিল ২০২০ সালে। সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটি ড্র হয়েছে, দুটিতে জিতেছে নেপাল। হামজা-সমিতদের নিয়ে সে ডেডলক ভাঙা যায় কিনা, এবার সেটাই দেখার পালা।
]]>

৪ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·