নেপালের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ, প্রতিবাদকারীদের সরাল পুলিশ

২ সপ্তাহ আগে
নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে দেখা করতে মঙ্গলবার (২৫ নভেম্বর) সিংহ দরবারে প্রবেশের চেষ্টা করেছিল জেন-জি সদস্যদের একটি দল। কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, মিরাজ ধুঙ্গানার নেতৃত্বে জেন-জি দলটি এদিন বিকেলে প্রশাসনিক কমপ্লেক্সের প্রধান ফটকে পৌঁছায়। তবে পুলিশ বলেছে, ওই এলাকাটি সংরক্ষিত এবং সেখানে বিক্ষোভকারীদের প্রবেশ নিষিদ্ধ।

 

কাঠমান্ডু জেলা পুলিশ রেঞ্জের মুখপাত্র, পুলিশ সুপারিনটেনডেন্ট পবন কুমার ভট্টরাই বলেছেন, ৬০ জনেরও বেশি লোকের একটি দল ওই এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল।

 

তিনি আরও বলেন, ওই এলাকায় পাঁচজনের বেশি লোকের জমায়েত এবং স্লোগান দেয়া নিষিদ্ধ।

 

ভট্টরাই’র মতে, ‘তারা (বিক্ষোভকারীরা) প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের দাবিতে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ করেছিল। তাই তাদের চলে যেতে বলা হয়। কাউকে আটক করা হয়নি।’ 

 

আরও পড়ুন: নেপালে জেন-জি বিক্ষোভে পুলিশের ‘বলপ্রয়োগ’, কারফিউ জারি

 

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুসারে, প্রধানমন্ত্রীর ‘কথিত স্বজনপ্রীতির’ বিরুদ্ধে বেশ কয়েকটি জেন-জি গ্রুপ প্রতিবাদ করছে।

 

সোমবার প্রচারকরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন। কিন্তু তারা পৌঁছানোর কিছুক্ষণ পরেই সুশীলা কার্কি ভবন ছেড়ে চলে যান।

 

মঙ্গলবার, ধুঙ্গানার নেতৃত্বে দলটি আবারও প্রধানমন্ত্রীর প্রধান ব্যক্তিগত সচিবের নিয়োগ এবং অন্যান্য নিয়োগ সংক্রান্ত একটি স্মারকলিপি হস্তান্তরের চেষ্টা করেন।  

 

পুলিশ তাদের সেখানে প্রবেশে বাধা দেয়ার পর, তারা সিংহ দরবার গেটে নথিটি সাঁটিয়ে দেয়। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

 

সূত্র: কাঠমান্ডু পোস্ট

]]>
সম্পূর্ণ পড়ুন