মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে সাম্প্রতিক মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে ঢাকা।
বাংলাদেশ আশা করে, নেপালের সংশ্লিষ্ট সব পক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে এবং যেকোনো মতপার্থক্য নিরসনে শান্তিপূর্ণ ও গঠনমূলক সংলাপে অংশ নেবে।
আরও পড়ুন: হেলিকপ্টারে পালালেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, গেলেন কোথায়?
এতে আরও বলা হয়, দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে নেপালের দৃঢ়সংকল্পবদ্ধ জনগণের প্রতি তাদের আস্থা রয়েছে। তারা শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হবে বলে বিশ্বাস করে বাংলাদেশ।
এর আগে মঙ্গলবার কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এক জরুরি বার্তায় দেশটিতে বসবাসকারী ও আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়। এছাড়া বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সব বাংলাদেশি নাগরিককে নেপাল ভ্রমণে না যাওয়ারও পরামর্শ দেয়া হয়।
]]>