বিক্ষোভের পর অনেকে যখন লুট হওয়া জিনিসপত্র ফেরত দিচ্ছেন, তখন এক ব্যক্তি খাবারসহ একটি রাইস কুকারও ফেরত দিয়েছেন– এমনটাই দাবি করা হয়েছে ‘নেপালসজার্নাল’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।
শুধু তা-ই নয়, কেউ কেউ চুরি হওয়া মদের বোতলের পরিবর্তে নতুন বোতল দিয়ে যাচ্ছেন বলেও দাবি করা হয়েছে ওই পোস্টে।
আরও পড়ুন: নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি, ফের বিক্ষোভ
আর খুচরা বিক্রেতারা বলছেন, প্রায় ২০ শতাংশ চুরি হওয়া জিনিস ইতোমধ্যেই ফেরত পাওয়া গেছে।
আরও পড়ুন: নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী /‘বিক্ষোভের নামে যা ঘটেছে, মনে হচ্ছে সব পরিকল্পিত’
এছাড়া স্থানীয় সম্প্রদায় এবং সোশ্যাল মিডিয়া প্রচারণার মাধ্যমে লোকেরা যা নিয়েছে তা ফেরত দিতে উৎসাহিত করা হচ্ছে বলে জানা গেছে।
লুট হওয়া জিনিসপত্র ফেরত দেয়ার এসব ঘটনার প্রশংসা করছেন সবাই।
]]>