কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ‘এ’ গ্রুপের ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। তিন দলের এই গ্রুপে ৩ করে পয়েন্ট বাংলাদেশ ও নেপালের। শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল নেপাল।
গ্রুপের শেষ ম্যাচে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে যাবে বাংলাদেশ। হারের ক্ষেত্রে, ৬ গোলের কম ব্যবধানে হারলেও সেমিতে যাবে গোলাম রব্বানী ছোটনের দল। বাস্তবতার প্রেক্ষিতে শ্রীলঙ্কার কাছে অত ব্যবধানে বাংলাদেশের হারের আশঙ্কা নেই বললেই চলে।
এদিকে, আজকের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। পঞ্চম মিনিটে সতীর্থের দারুণ রক্ষণ চেরা পাস ধরে গোলকিপারকে কাটিয়ে দুরূহ কোণ থেকে শট নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। বল জালে না জড়ালেও বাইরের জাল কাঁপিয়েছে।
আরও পড়ুন: নভেম্বরে বাংলাদেশ আসছে আয়ারল্যান্ড, দারুণ কীর্তির সুযোগ মুশফিকের
প্রথম ৩০ মিনিটে একাধিক আক্রমণ করেও সাফল্যের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। ৩০ মিনিটে ভাঙে সেই ডেডলক। ফয়সালের কর্নার গোলকিপার ফিস্ট করলে বল গিয়ে পড়ে সাব্বির ইসলামের পায়ে। চলন্ত বলে এই ডিফেন্ডারের নেওয়া শটে বল গিয়ে জড়ায় জালে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অপু রহমানের গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। সেই গোলের পরের মিনিটেই ব্যবধান ৩-০ করেন মোহাম্মদ আরিফ। ৬৫ মিনিটে চতুর্থ গোল করে বাংলাদেশ। আর তাতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজ বাহিনী।
]]>