বৃহস্পতিবার (১৯ জুন) রাতে নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শহরের মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে আলোচনা ও বাউল গানের আসর জমে।
জালাল উদ্দিন খাঁ স্মরণ অনুষ্ঠানে তার জীবনের উপর আলোচনা করেন লেখক-গবেষক অধ্যক্ষ গোলাম মোস্তফা। এছাড়াও আলোচনায় লেখক গবেষক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ কবি, লেখক, সাহিত্যিক ,সাংবাদিকরা আলোচনা করেন। পরে জেলার কেন্দুয়াসহ বিভিন্ন এলাকা থেকে আসা বাউল শিল্পীরা সুফীবাদের কবি জালাল উদ্দিন খাঁ রচিত গান পরিবেশন করেন। মনোমুগ্ধকর পরিবেশনা চলে রাত ১০ টা পর্যন্ত।
আরও পড়ুন: হারিয়ে যাওয়া সংস্কৃতি পুনঃউদ্ধারে নেত্রকোনায় পালানাটক মঞ্চস্থ
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্প সংস্কৃতির আঁতুরঘর নেত্রকোনা অঞ্চলের সুফি সাধকদের কথা ওঠে আসে। পরে বাউল শিল্পীদের মিলনমেলায় পরিণত হয় সাধক জালাল উদ্দিন খাঁ স্মরণ অনুষ্ঠানটি।