এ বিষয়ে আটপাড়া থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান।
এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যরাতে আটপাড়া উপজেলার লুনেস্বর ইউনিয়নের নারাচাতল গ্রামে খালি ঘরে শিশুটিকে মুখ চেপে ধরে ধর্ষণ করে।
স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে নেত্রকোনা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছাদ থেকে ফেলে দেন কুদ্দুস!
স্থানীয়, স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মা মরা শিশুটি বাবার সাথে বাড়িতে থাকে। দিনমজুর বাবা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী যুবক অন্তর মিয়া শিশুর ঘরে ঢুকে মুখ চেপে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অন্তর মিয়া নামের যুবক পালিয়ে যায়।
এদিকে শিশুর শরীরে জখমে রক্তপাত না থামলে শিশুটিকে বাবা রাত ১টার দিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে মেডিকেল অফিসার ডা. এ এম এফ ফজলুল হক নেত্রকোনায় রেফার্ড করেন।
তখন নেত্রকোনা নিয়ে আসলে নেত্রকোনা থেকেও ময়মনসিংহ পাঠিয়ে দেয়া হয়।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৩ জনের বিরুদ্ধে মামলা
এ ব্যাপারে আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, আমি খবর পেয়ে রাতেই সাথে সাথে আটপাড়া হাসপাতালে যাই এবং ভিকটিম ও তার পরিবারের সাথে কথা বলি।
আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান দিনভর ফোন না ধরলেও রাতে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ তো সারাদিন দিতে পারেনি। এখন আসতেই নিয়ে নেয়া হয়েছে।