নেত্রকোনায় পানিতে পড়ে প্রাণ গেল ২ শিশুর

২ সপ্তাহ আগে
নেত্রকোনার কলমাকান্দায় পুকুর ও ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের গোড়াগাঁও গ্রামে দুই বছরের শিশু রাব্বি মিয়া ও রোববার (১৩ জুলাই) বিকেলে পোগলা ইউনিয়নের পোগলা গ্রামে জাভেদ নামে দেড় বছরের ওই শিশুর মৃত্যু হয়।


মৃত রাব্বি মিয়া উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের গোড়াগাঁও গ্রামে কামাল মিয়ার ছেলে ও জাভেদ পোগলা গ্রামের পোগলা গ্রামের সাগর মিয়ার ছেলে।


আরও পড়ুন: নড়াইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু


স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পরিবারের লোকজনের অজান্তে রাব্বি মিয়া বাড়ির পাশে পুকুরে নেমে যায়। অনেকক্ষণ শিশুকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি করেন স্বজনরা।
পরে এক পর্যায়ে পুকুর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।


এ দিকে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পোগলা গ্রামের জাভেদ মিয়া বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। অনেকক্ষণ পর বাড়ির লোকজন শিশুকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। পরে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. সৌরভ ঘোষ তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: নিখোঁজ দুই শিশুর একজনের মরদেহ পুকুরে, মুক্তিপণ দিয়েও সন্ধান মেলেনি আরেকজনের 


এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. লুৎফুর রহমান বলেন, প্রায় এই এলাকায় শিশু মৃত্যুর খবর পাই। এ ব্যাপারে পরিবারকে সচেতন থাকার কথা বলেন।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আল মামুন জানান, এই দুটি মৃত্যু ছাড়াও গত দুই মাসে চার শিশুর মৃত্যু হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন