দুই বছর মেয়াদে ২২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে সড়ক বিভাগ। তবে সাধারণ মানুষের দাবি, নদীর অবৈধ দখল সরিয়ে মানসম্মতভাবে আগামী প্রজন্মের জন্য যেন করা হয় সেতুটি। এদিকে নদীর গতিপথ ঠিক রেখে নৌ চলাচলের উপযোগী করে সেতু নির্মাণ করার দাবি জানান পরিবেশকর্মীরা।
জানা গেছে, নেত্রকোনা শহরকে চারদিক দিয়ে পেঁচিয়ে রাখা মগড়া নদীর ওপর থানার মোড় এলাকায় দীর্ঘদিনের পুরানো বেইলি সেতুটি প্রায় ১৫ বছর ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু বিগত সরকারের সময়ে পৌরসভার সড়ক বিভাগের সঙ্গে আওয়ামী লীগের দ্বন্দ্বের সৃষ্টি হয়। যে কারণে সেতু নির্মাণের উদ্যোগ ভেস্তে যায়। ফলে ধীরে ধীরে পারাপারের কারণে দিনভর জ্যাম লেগে থাকতো এ সেতুতে।
আরও পড়ুন: নেত্রকোনায় মেডিকেল কলেজের স্থান দ্রুত নির্ধারণের দাবি
অবশেষে বর্তমান অন্তর্বর্তী সরকারের সুবাদে নেত্রকোনা সড়ক বিভাগ সেতুটিতে পুনঃস্থাপনের ব্যবস্থা করে। এর জন্যে পাশেই পারাপারের জন্য বিকল্প একটি সেতু বসানো হয়। শুধু পুনঃস্থাপনই নয় একটি দৃষ্টিনন্দন সেতু নির্মাণেরও উদ্যোগ নেয় সড়ক বিভাগ।
৫৬ মিটার দৈর্ঘ্য এবং ফুটপাতসহ ১১ দশমিক ৮০ মিটার প্রস্থের সেতুতে কোনো পিলার থাকবে না মাঝখানে। সিঙ্গেল স্প্যানের ব্রিজ হবে। মূল সড়কের বিকল্প এই সড়কটিতে সেতু হলে যেমন সড়ক নিরাপত্তা নিশ্চিত করবে তেমনই কোনো ধরনের যানজট থাকবে না বলে জানান সওজের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নূর সালেহীন।
এদিকে সেতুর কাজ করতে গিয়ে নদীর ভেতরে গড়ে তোলা স্থাপনা না সরানোয় কাজে ব্যাঘাত ঘটছে দাবি ঠিকাদারি প্রতিনিধি মো. এখলাছ মিয়ার। তবে পরিবেশবিদ মো. অহিদুর রহমান ও সুশীল সমাজের নেতা শ্যামলেন্দু পালসহ একাধিক ব্যক্তি নদীতে অবৈধ উচ্ছেদ সরিয়ে সেতুকে প্রশস্ত করার আবেদন জানান। সেই সাথে নদীর গতিপথ ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত সেতুরও দাবি তাদের।
দেড় বছরের মধ্যেই দৃষ্টিনন্দন সিঙ্গেল স্প্যানের এই সেতুর কাজ শেষ হবে বলেন জানান সওজের নির্বাহী। এতে করে কমে যাবে যানজট। পাশাপাশি শহরের সৌন্দর্য্য বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ দ্বিতীয় বাইপাস সড়কটিতে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।
আরও পড়ুন: নেত্রকোনায় ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ জন আটক
উল্লেখ্য, নব্বইয়ের দশকে বেইলি সেতুটি নির্মাণের পর এই প্রথম নেত্রকোনায় নেটওয়ার্ক আর্চ সেতু নির্মাণ হচ্ছে। যার ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৮২ লাখ টাকা। কনক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজিস লিমিটেড নামের প্রতিষ্ঠান এই কাজটি করবে।
]]>