বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পণ্যবাহী দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রী নিয়ে আসা ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক জলিল মিয়া ও এক যাত্রী নিহত হন। এ সময় আরও তিন যাত্রী আহত হলে স্থানীয়রা এসে একজনকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠায়। অন্য দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া মরদেহ দুটি উদ্ধার করে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নেয়া হয়।
আরও পড়ুন: সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার যাত্রী নিহত
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার জানান, নিহত চালক জলিলের বাড়ি শম্ভুগঞ্জ চায়না মোড়ে। ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছিলেন। নিহত যাত্রীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
]]>
৩ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·