নেত্রকোনায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

২ সপ্তাহ আগে
নেত্রকোনার বারহাট্টা দিয়ে পাচারকালে ৯০ বস্তায় প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। এ সময় পণ্য পরিবহনে কভার্ডভ্যানটি জব্দ করার পাশাপাশি চালক ও হেলপারকে আটক করে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ভারতীয় শাড়ি থ্রিপিসসহ অন্যান্য পণ্য বোঝাই একটি কাভার্ডভ্যানকে সন্দেহ হলে উপজেলার কাকুরা বাজারে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ভ্যান আটক করে এসব পণ্য জব্দ করে।


এ সময় কাভার্ড ভ্যানের সঙ্গে থাকা চালক ইব্রাহিম মিয়া (২৫) ও হেলপার সাব্বির মিয়াকে (২৭) আটক করে পুলিশ।


বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, বেপরোয়াভাবে কাভার্ডভ্যানটি চালাতে দেখলে স্থানীয়রা সন্দেহ করে পুলিশকে খবর দেয়। সঙ্গে সঙ্গেই পুলিশ গিয়ে কাকুড়া বাজার এলাকায় কভার্ডভ্যানটিকে আটক করে।


আরও পড়ুন: সীমান্তে বিজিবির অভিযান, কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


তিনি জানান, কভার্ডভ্যানের সঙ্গে থাকা ড্রাইভার ও হেলপারকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করা হলে তারা জানায় আলামিন ও রুবেল নামে দুজনের সঙ্গে তাদের মালিক রিপনের যোগাযোগ হয়। তাদের বলা হয়েছিলো সুনামগঞ্জের মধ্যনগর বাজার থেকে মালামালগুলো নেত্রকোনা সদর পর্যন্ত পৌঁছে দেয়ার পর বাকি লোকেশন তাদের জানানো হবে।


তিনি আরও জানান, জব্দ মালামালের তালিকা করা হয়েছে। ১০ হাজার পিস শাড়ি, লেহেঙ্গা ও থ্রিপিস পাওয়া গেছে। যা আনুমানিক কোটি টাকার মূল্যমানের। জব্দ মালামাল আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।


জানা গেছে, নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা ছাড়াও এখন সিলেট বিভাগের সুনামগঞ্জের মধ্যনগর থেকে বারহাট্টা দিয়ে পাচার চলছে। এই পাচারে বিভিন্ন শ্রেণী পেশার প্রভাবশালীরা এলাকা ভাগ করে করে পার করে দেয়।

]]>
সম্পূর্ণ পড়ুন