নেত্রকোনায় এবার ৫ শতাধিক মণ্ডপে চলছে শারদীয় প্রস্তুতি

২ সপ্তাহ আগে
আসন্ন শারদীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে জেলায় প্রস্তুত ৫ শতাধিক পূজা মণ্ডপ। এবার শঙ্কাহীন থাকায় পূজার সংখ্যাও বাড়ছে বলে দাবি হিন্দু নেতাদের। গতবছরের তুলনায় মণ্ডপ বেড়েছে ৪৯ টি।

এদিকে উৎসব নির্বিঘ্নে করতে তিন স্তরের নিরাপত্তা বলয়ে প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা প্রস্তুত শেষে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রঙতুলি আঁচড়ে রাঙাচ্ছেন দেবী। সময় যত যাচ্ছে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। মহালয়ার মাধ্যমে দেবী দুর্গার আগমন ঘটবে, তাই প্রস্তুতি নেয়া শেষের পথে। ষষ্ঠী পর্যন্ত চলবে সাজসজ্জা।


শতাধিক পুরনো সাতপাইয়ের লাবন্য মাস্টার বাড়ির ব্যক্তিগত ‘লাবন্য কুটির’ মণ্ডপের আয়োজক দোলন কুমার সরকার বলেন, এবার হাতিতে এসে দোলনায় চড়ে কৈলাসে ফিরবেন মা দেবী দুর্গা। আর তাই তাদের আয়োজন শেষের পথে। দাদা-বাবার অমল থেকে দীর্ঘ প্রায় ১৩০ বছর ধরে সম্পূর্ণ নিজ খরচে তারা দুর্গাপূজা করে যাচ্ছেন। নেন না সরকারি কোনো অনুদানও।


তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক নেত্রকোনায় সব ধর্মের বর্ণের মানুষ মিলেই এই পূজা করে যাচ্ছেন তারা।

আরও পড়ুন: খাগড়াছড়ির লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে শুভ মহালয়ার আয়োজন

মঙ্গলচণ্ডী বাড়ির সার্বজনীন পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কারিগর স্বপন পাল জানান, গত বছরের তুলনায় এবার কাজ বেশি। তিনি ৬টি মণ্ডপের প্রতিমা তৈরি করছেন। আয় হবে আড়াই থেকে তিন লাখ টাকা। বছরে তাদের এই একটি কাজ দিয়ে চলতে হয়। বাপ দাদার পেশা হওয়ায় অন্য পেশাতেও যেতে পারেন না। আর তাই প্রতিটি মণ্ডপে দিনরাত এক চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।


গেল বার শঙ্কা নিয়ে উৎসব করলেও এবার শঙ্কাহীন আনন্দ উদযাপনে সকল হিন্দু সংগঠন এক হয়ে পূজা করার আহবান জানান, সাতপাই সার্বজনীন মন্দিরের আয়োজক উৎপল ভট্টাচার্য। নিরাপত্তার লক্ষ্যে স্বেচ্ছাসেবকসহ ব্যবস্থা করেছেন সিসিটিভি ক্যামেরারও।


জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক লিটন পন্ডিত জানান, গত বছর দেশের পরিবর্তিত পরিস্থতির জন্য নেত্রকোনায় জাঁকজমকে কিছুটা কমতি থাকলেও এবার তার পরিপূর্ণতা পাবে। গত বছর নেত্রকোনার ১০ উপজেলায় ৪৬৫ টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হলেও এবার জেলায় ৫১৫ টি মণ্ডপে এ দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মোট ৫২০ টি পূজা উদযাপন হওয়ার কথা থাকলেও নানা কারণে ৫ টি কমে গেছে। 

নেত্রকোনা সদরে ৫৬ টি, নেত্রকোনা পৌরসভায় ৫৮ টি, বারহাট্টায় ৫২ টি, কেন্দুয়ায় ৪২ টি, আটপাড়ায় ৩৮ টি, কলমাকান্দায় ৫৬ টি, দুর্গাপুরে ৬২ টি, পুর্বধলায় ৫৯ টি, মোহনগঞ্জে ৩৮ টি, মদনে ১৬ টি ও খালিয়াজুরীতে ৩৮ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনেক ভালো।

আরও পড়ুন: বান্দরবানে ৩২ মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

পুলিশের এডিশনাল এসপি (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বলেন, ‘উৎসবকে নির্বিঘ্নে করতে অনেক দুর্গম এলাকায় কিছু ঝুঁকিপূর্ণ মণ্ডপের তালিকা আমরা পেয়েছি। সেগুলোতে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা করব।’ 


পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, পুলিশ আগে থেকেই গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। সবাই সহযোগিতা করলে সুন্দরভাবে পূজা উদযাপন সমাপ্ত হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন