নেত্রকোনায় আগুনে পুড়ল ২ ঘর, আহত বৃদ্ধা

৪ সপ্তাহ আগে
নেত্রকোনার দুর্গাপুরে আগুনে পুড়ে ছাই হয়েছে দুটি ঘর। এ ঘটনায় আহত হয়েছেন এক বৃদ্ধা।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকায় সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুলের পাশে ধনঞ্জয় সাহার বাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ায় দুটো ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

 

এ সময় বাড়ি থেকে বের হতে গিয়ে বাসন্তী রানী নামে এক আশি বছরের বেশি বয়সের বৃদ্ধা আহত হয়েছেন।

 

স্থানীয়রা জানান, সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে আকাশে কালো দোয়া দেখতে পান। আগুন দেখে স্থানীয়রা ছোটাছুটি করতে থাকলে এক পর্যায়ে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়া হলে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

 

আরও পড়ুন: একের পর এক আগুন: পরিকল্পিত ষড়যন্ত্রে বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা নয় তো?

 

পর্যাপ্ত জায়গার অভাবে প্রায় এক ঘণ্টা বিশ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

 

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

 

আনুমানিক সাত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

 

আরও পড়ুন: বিমানবন্দরের আগুন নেভাতে গিয়ে আহত ১৫ জন সিএমএইচে

 

দুর্গাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ, মোঃ মঞ্জুল ফরাজী বলেন, পর্যাপ্ত জায়গা না থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পোহাতে হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন