নেত্রকোনার ৪ কলেজে এইচএসসিতে কেউ পাস করেনি

১ সপ্তাহে আগে
নেত্রকোনা জেলায় এবার এইচএসসি পরীক্ষায় চরম ভরাডুবি হয়েছে চারটি কলেজের, যেখানে কেউই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে দুটি কেন্দুয়া উপজেলায়, একটি করে সদর ও পূর্বধলা উপজেলায় অবস্থিত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর জেলার ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা যায়।


জানা গেছে, শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলো হলো- নেত্রকোনা সদর উপজেলার ছোট গারা এলাকার ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ থেকে মানবিক বিভাগের দুজন অংশ নিয়ে দুজনই ফেল করেছেন। পূর্বধলা উপজেলার যোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ থেকে মানবিক বিভাগ থেকে অংশগ্রহণকারী তিনজনের মধ্যে তিনজনই ফেল। কেন্দুয়া উপজেলার জনতা আদর্শ মহাবিদ্যালয় থেকে মানবিক বিভাগের নয় জন পরীক্ষার্থীর মধ্যে নয়জনই অকৃতকার্য। একই উপজেলার গোপালপুর মডেল কলেজের ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জনই ফেল।


এছাড়াও, গড়াডোবা আব্দুল হামিদ হাই স্কুল অ্যান্ড কলেজে (কেন্দুয়া) মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও সে অনুপস্থিত ছিল। ফলে প্রতিষ্ঠানটিরও ফলাফল শূন্য।


জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, জেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার ৯০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬ হাজার ৫৮৭ জন। পাসকৃতদের মধ্যে ছাত্র ২ হাজার ৬৪৮ জন এবং ছাত্রী ৩ হাজার ৯৩৯ জন।


আরও পড়ুন: বরিশালে ১২ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ


জেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে নেত্রকোনা সরকারি কলেজ। এই কলেজের ১ হাজার ৩৯২ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১০৯ জন, পাস করেছে ১ হাজার ১৩ জন। নেত্রকোনা সরকারি মহিলা কলেজ থেকে ১ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন মাত্র ৫ জন এবং পাস করেছেন ৬৫২ জন। আবু আব্বাস কলেজে ১ হাজার ২৯৫ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন মাত্র একজন, আর ফেল করেছে ৯৪২ জন।


এছাড়া, জেলার একটি সময়ের আলোচিত শিক্ষাপ্রতিষ্ঠান আলহাজ মফিজ উদ্দিন তালুকদার কলেজ, দুর্গাপুর উপজেলায় পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের ফলে এবার ফলাফল একেবারে বিপর্যস্ত। ১০৭ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৩ জন পাস করেছে, বাকি ১০৪ জনই ফেল করেছে।


এমন বিপর্যয়কর ফলাফলের বিষয়ে জেলা প্রশাসক আরও জানান, শতভাগ অকৃতকার্য চারটি প্রতিষ্ঠানের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন