নেত্রকোনার হাওড়ে ভেসে উঠল অজ্ঞাতপরিচয় মরদেহ

১ সপ্তাহে আগে
হাওরাঞ্চল খালিয়াজুরীর একটি হাওড়ে ভেসে ওঠা অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মর্গে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে মরদেহটি নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন।  


এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার নগর ইউনিয়নের বল্লভপুর গ্রামের সামনের হাওড় থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নাটোরে পুকুর থেকে যুবকের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার

খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন আরও জানান, বুধবার সন্ধ্যার দিকে বল্লভপুর গ্রামের সামনের হাওড়ে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।


তিনি বলেন, ধারণা করা হচ্ছে- ৪-৫ আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। আনুমানিক ৪০ থেকে ৪২ বছর বয়সী হবে। লাশের শরীর ফুলে গেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই জানা যাবে মৃত্যুর  কারণ।

]]>
সম্পূর্ণ পড়ুন