মনোনয়ন জমাদানের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ২৫ জন এবং আগের দিন রোববার (২৮ ডিসেম্বর) ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা)
এ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বিএনপি মনোনীত ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন খান, স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান (ডিপ্টি), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আ. মান্নান সোহাগ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. বেলাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের (জামায়াত জোট) গোলাম রব্বানী ও কমিউনিস্ট পার্টির মো. আলকাস উদ্দিন মীর।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা)
এ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কাইয়ূম, বিএনপির ডা. আনোয়ারুল হক, ইসলামী ঐক্যজোটের মো. শরীফ উদ্দিন তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. এনামূল হক, জাতীয় পার্টির এবিএম রফিকুল হক তালুকদার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফাজিম রহমান খান পাঠান ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুর রহিম।
আরও পড়ুন: নেত্রকোনা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী কায়সার কামাল
নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া)
এ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বিএনপির রফিকুল ইসলাম হিলালী, জাতীয় পার্টির মো. আবুল হোসেন তালুকদার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. শামছুদ্দোহা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাকির হোসেন, স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. খায়রুল কবীর নিয়োগী।
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী)
এ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জলি তালুকদার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার, বিএনপির মো. লুৎফুজ্জামান বাবর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আল হেলাল, স্বতন্ত্র (লুৎফুজ্জামান বাবরের স্ত্রী) তাহমিনা জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুখলেছুর রহমান।
নেত্রকোনা-৫ (পূর্বধলা)
এ আসনে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন: বিএনপির মো. আবু তাহের তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসুম মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল ইসলাম ও জাতীয় পার্টির ওয়াহিদুজ্জামান আযাদ।
]]>
২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·