বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ মে) যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় বার্কশায়ার হ্যাথাওয়ের বার্ষিক শেয়ারহোল্ডারদের সভায় তিনি এ ঘোষণা দেন।
৯৪ বছর বয়সী ওয়ারেন বাফেট ২০২৫ সালের শেষে পদত্যাগ করবেন এবং ভাইস চেয়ারম্যান গ্রেগ অ্যাবেলের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
আরও পড়ুন: আরও ৫৩০ কোটি ডলারের শেয়ার দান করলেন ওয়ারেন বাফেট
বাফেট বলেন, ‘আমি মনে করি সময় এসেছে গ্রেগের কোম্পানির সিইও হওয়ার। প্রয়োজনে পরামর্শদাতা হিসেবে পাশে থাকব, তবে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা অ্যাবেলের হাতে থাকবে।’
উল্লেখ্য, ১৯৬৫ সালে বার্কশায়ার প্রতিষ্ঠার সময় থেকেই এর সঙ্গে যুক্ত রয়েছেন। ১৯৭০ সাল থেকে তিনি প্রতিষ্ঠানের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।
আর ৬২ বছর বয়সী অ্যাবেল ২০১৮ সাল থেকে বার্কশায়ারের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২১ সালে তাকে প্রধান নির্বাহী হিসেবে বাফেটের প্রত্যাশিত উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়েছিল।
]]>