নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর যা বললেন ট্রাম্প

৩ সপ্তাহ আগে
ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে চলমান আলোচনার মধ্যেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (৯ জুন) ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানসহ অন্যান্য অনেক বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প আলোচনা করেছেন।

 

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, দুই নেতার মধ্যে ৪০ মিনিট ফোনালাপ হয়। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব প্রত্যাখান করে ইরান পাল্টা প্রস্তাব দিতে যাচ্ছে এমন ঘোষণার পরই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে আলোচনা হলো।

 

ফোনালাপের পর ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুই নেতা তেহরানের সঙ্গে ওয়াশিংটনের চলমান পারমাণবিক আলোচনা নিয়ে কথা বলেছেন।

 

আরও পড়ুন: পরমাণু ইস্যুতে পাল্টা প্রস্তাব দিচ্ছে ইরান, কী বলছে যুক্তরাষ্ট্র?

 

নেতানিয়াহুর কার্যালয় জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন যে আমেরিকা ইরানের কাছে একটি যুক্তিসঙ্গত প্রস্তাব পাঠিয়েছে এবং আগামী দিনের মধ্যে জবাব পাওয়ার আশা করছে।

 

এতে আরও বলা হয়, যে ট্রাম্প নেতানিয়াহুকে জানিয়েছেন চলতি সপ্তাহান্তে ইরানের সঙ্গে আরও এক দফা আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

 

টেলিফোনে নেতানিয়াহু ট্রাম্পকে কী বলেছিলেন সে বিষয়ে বিবৃতিতে কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি।

 

আরও পড়ুন: ইসরাইলের গোপন নথির ‘ভান্ডার’ ইরানের হাতে, শিগগিরই প্রকাশের হুমকি

 

নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, তাদের আলোচনা ‘খুব ভালো’ হয়েছে। তাদের মধ্যে চলমান পারমাণবিক আলোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী বৃহস্পতিবার পরবর্তী দফায় ইরানের সঙ্গে আলোচনা হবে বলেও ট্রাম্প জানান।

 

তবে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আগামী রোববার মাস্কাটে ইরান-মার্কিন পরোক্ষ আলোচনার পরিকল্পনা করা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন