ফ্লাইটরাডার২৪ ওয়েবসাইটের দেয়া তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
গত বছর, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজা যুদ্ধের জন্য যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
আল জাজিরা বলছে, আইসিসি’র স্বাক্ষরকারী দেশ হিসেবে ফ্রান্স আইনত তার এখতিয়ারের মধ্যে অপরাধের তদন্ত এবং বিচারে সম্পূর্ণ সহযোগিতা করতে বাধ্য।
আরও পড়ুন: গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক
যদিও এই বিষয়ে যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে দেশটি তার ভেটো ক্ষমতাও ব্যবহার করতে পারে। এ নিয়ে তৃতীয়বারের মতো ফ্রান্স নেতানিয়াহু’র বিমানকে তাদের আকাশসীমা দিয়ে প্রবেশের অনুমতি দিলো।
এর আগে দুই দফায়, গত ২ ফেব্রুয়ারি এবং ৯ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া-আসা করার জন্য নেতানিয়াহুকে বহনকারী বিমানকে নিজেদের আকাশসীমা অতিক্রম করার অনুমতি দিয়েছিল ফ্রান্স।
আরও পড়ুন: গাজা ইস্যুতে সিসি ও ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে বসছেন জর্ডানের রাজা
গত সপ্তাহে, নেতানিয়াহুকে বুদাপেস্ট সফরের আমন্ত্রণ জানানোর পর হাঙ্গেরি আইসিসি থেকে বেরিয়ে আসে।
]]>