কিছুদিন আগে ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার প্রচার করে ভারতীয়দের আক্রমণের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবুও গাজাবাসীর জন্য আওয়াজ তুলতে পিছপা হননি তিনি।
একের পর এক পোস্ট দিয়ে ইসরাইলের কড়া সমালোচনা করেছেন অভিনেত্রী। শুধু তাই নয়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেফতারের দাবিও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ইরান-ইসরাইল যুদ্ধবিরতি কার্যকর, লঙ্ঘন না করার আহ্বান ট্রাম্পের
মূলত ইরানে আমেরিকার হামলার পরেই এমন দাবি নিয়ে হাজির হতে দেখা গেল স্বরাকে।
সম্প্রতি ইংল্যান্ডের রাজনীতিবিদ ক্লদিয়া ওয়েবে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, “তৃতীয় বিশ্বযুদ্ধ? সারা বিশ্বের শান্তি লঙ্ঘণ করার জন্য ইসরাইলই সবচেয়ে বড় হুমকি। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করা হোক।”
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনার কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া
এই পোস্টে সমর্থন জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন স্বরা। শুধু তাই নয়, গাজার সমর্থনে ইসরাইলের বিপক্ষে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন অভিনেত্রী।