নেতানিয়াহুকে রক্ষায় আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিল পাস

৩ সপ্তাহ আগে
গাজায় গণহত্যার দায়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মার্কিন প্রতিনিধি পরিষদে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পাল্টা জবাব হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল পাসের পক্ষে ভোট দিয়েছেন আইনপ্রণেতারা।

 

মার্কিন আইনপ্রণেতারা ২৪৩-১৪০ ভোটে ‘অবৈধ আদালত প্রতিক্রিয়া’ আইন পাস করেন, যা আইসিসির কোনো কর্মকর্তা বা হেগকে সমর্থনকারী যেকোনো সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানাবে। নিষেধাজ্ঞার মধ্যে ভিসা বাতিল বা প্রত্যাহার এবং মার্কিন সম্পত্তি লেনদেন নিষিদ্ধ করাও অন্তর্ভুক্ত রয়েছে।

 

একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সুরক্ষিত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত, গ্রেফতার, আটক বা বিচারিক কার্যক্রমে অগ্রসর হওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে এই আইন কাজ করবে।

 

আরও পড়ুন: বাইডেনের দ্বৈত নীতি / যুদ্ধবিরতির জন্য হামাসকে চাপ, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি

 

১৯৮ জন রিপাবলিকানের পাশাপাশি ৪৫ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা এতে সমর্থন দিয়েছেন। বিলটি এখন সিনেটে যাবে।

 

আইনটিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরাইল রোম চুক্তির স্বাক্ষরকারী নয়, যা আইসিসি প্রতিষ্ঠা করেছে এবং সেই অনুযায়ী তাদের কার্যক্রমের ওপর আইসিসির কোন অধিকার নেই।

 

প্রতিনিধি পরিষদের এমন পদক্ষেপে অনেক দেশ ক্ষোভ প্রকাশ করেছে। কেন্টাকির প্রতিনিধি থমাস ম্যাসি এই আইনটিতে ভোটদানে বিরত ছিলেন। তিনি বলেন, নতুন প্রশাসন এসে যুদ্ধ বন্ধ কিংবা মূল্যস্ফীতি হ্রাস নয় বরং আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিতে ব্যস্ত হয়ে পড়েছে।

 

প্রতিনিধি পরিষদের এই ভোট, ইসরাইল সরকারের প্রতি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের দৃঢ় সমর্থনকে প্রকাশ করেছে। রিপাবলিকানরা এখন কংগ্রেসের উভয় পরিষদে নিয়ন্ত্রণ করছে। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপধ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

 

আরও পড়ুন: ইসরাইলি হামলায় গাজায় নিহত ৪৬ হাজার ছাড়াল

 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের নভেম্বর বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

 

আইসিসির এক বিবৃতিতে বলা হয়, আদালত দুই ব্যক্তি বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ এবং ৮ অক্টোবর, ২০২৩ থেকে ২০ মে, ২০২৪ পর্যন্ত সংঘটিত যুদ্ধাপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন