নেতানিয়াহু-গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ আইসিসির

৪ সপ্তাহ আগে
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

শুক্রবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে আইসিসি বলেছে, গাজা গণহত্যার জন্য নেতানিয়াহু ও গ্যালান্তের বিরুদ্ধে জারি হওয়া ওয়ারেন্ট প্রত্যাহারে ইসরাইলের অনুরোধ ‘প্রণিধানযোগ্য নয়’।

 

গত বছরের নভেম্বরে বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণকারী এক রায়ে আইসিসি জানায়, তারা ‘যুক্তিসঙ্গত কারণ‘ খুঁজে পেয়েছে যে নেতানিয়াহু ও গ্যালান্ট গাজায় পদ্ধতিগত যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী। নেতানিয়াহু এই রায়কে ‘ইহুদি-বিরোধী সিদ্ধান্ত’ বলে নিন্দা জানান।

 

ইসরাইল চলতি বছরের মে মাসে আদালতকে মামলায় আইসিসির এখতিয়ার আছে কিনা তা নিয়ে একটি পৃথক চ্যালেঞ্জের জন্য পরোয়ানা খারিজ করার জন্য অনুরোধ করে। আদালত গত ১৬ জুলাই সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বলে যে, এখতিয়ারের বিষয়টি বিচারাধীন থাকাকালীন পরোয়ানা বাতিল করার কোনো আইনি ভিত্তি নেই।

 

আরও পড়ুন: লেবাননে বন্দি গাদ্দাফির ছেলেকে অর্থের বিনিময়ে জামিনে মুক্তির নির্দেশ

 

এক সপ্তাহ পরে ইসরাইল জুলাইয়ের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়েছিল। কিন্তু আইসিসির বিচারকরা ১৩ পৃষ্ঠার রায়ে আবেদনটি খারিজ করে দিয়ে ঘোষণা করেছে যে, চেম্বার অনুরোধটি প্রত্যাখ্যান করেছে।

 

আদালত গাজা গণহত্যা মামলায় ইসরাইলি শাসক গোষ্ঠীর কর্তৃত্বের বিরুদ্ধে বৃহত্তর চ্যালেঞ্জ বিবেচনা অব্যাহত রেখেছে। গত বছরের নভেম্বরে যখন প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, তখন আদালত একইসাথে তার এখতিয়ারের ওপর ইসরাইলি আপত্তি খারিজ করে দেয়।

 

তবে চলতি বছরের এপ্রিল মাসে আইসিসির আপিল চেম্বার রায় দেয় যে, প্রাক-বিচার চেম্বার ইসরাইলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে ভুল করেছে এবং আরও বিস্তারিত পর্যালোচনার নির্দেশ দেয়। এখতিয়ারের বিষয়ে চূড়ান্ত রায় এখনও জারি করা হয়নি।

 

আরও পড়ুন: ইসরাইলি কারাগারে নির্যাতন, মারধরের পর দৃষ্টি হারান ফিলিস্তিনি আবু ফাউল

 

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলের গণহত্যামূলক অভিযান শুরু হওয়ার পর থেকে প্রায় ৬৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে ২০ হাজারই শিশু। এছাড়া ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন