পুথুর পায়ের চোটে পড়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। কঠিন সময়ে ফ্র্যাঞ্চাইজিটি তরুণ রিস্ট স্পিনারের পাশে দাঁড়িয়েছে। চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেও তিনি দলের সঙ্গেই যুক্ত থাকবেন, মুম্বাই ইন্ডিয়ান্সের মেডিকেল এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং টিমের তত্ত্বাবধানে চিকিৎসা করাবেন।
পুথুর ছিটকে যাওয়ায় কপাল খুলেছে নেট বোলার রঘু শর্মার। মুম্বাই ৩২ বছর বয়সি লেগ স্পিনারকে ৩০ লাখ রুপিতে দলে নিয়েছে। যদিও রঘু আইপিএল নিলামে নাম দেননি।
আরও পড়ুন: কলকাতায় নারিনের বিশ্ব রেকর্ড
ঘরোয়া ক্রিকেটে রঘু পাঞ্জাব এবং পুদুচেরির হয়ে খেলেছেন। বর্তমানে তিনি ঘরোয়া ক্রিকেটে পুদুচেরির হয়ে প্রতিনিধিত্ব করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ ম্যাচে ১৯.৫৯ গড়ে ৫৭ উইকেট নিয়েছেন তিনি। ৯টি লিস্ট ‘এ’ ম্যাচে ১৪ এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচে তার শিকার ৩ উইকেট।
প্রথম দিকে ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই হারের পর টানা ৫ জয়ে মুম্বাই ইন্ডিয়ান্স এখন ভালো অবস্থানে, ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের স্থান তিনে। ১৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ১৩ পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস দুইয়ে।