নেই উন্নয়নের ছোঁয়া, বেহাল দশা পটুয়াখালী বাস টার্মিনালের

১ দিন আগে
পরিবহনের চাপ বাড়লেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পটুয়াখালী বাস টার্মিনালে। সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি। এতে ভোগান্তিতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। তবে শিগগিরই আধুনিক বাস টার্মিনাল নির্মাণের কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

অভ্যন্তরীণ ৭টি রুটের ১৫০টি বাসসহ দেশের বিভিন্ন জেলার আরও দেড় শতাধিক বাসের একমাত্র স্ট্যান্ড পটুয়াখালী বাস টার্মিনাল। প্রতিদিন ৮ থেকে ১০ হাজার যাত্রী নিয়ে যাতায়াত করে পরিবহনগুলো। অথচ বেহাল অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে।

 

সামান্য বৃষ্টিতে জমে যায় পানি। গাড়ি ধোঁয়া পানিতেও সৃষ্টি হয় কাঁদা মাটি। এতে একদিকে যেমন ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। তারা বলেন, কোনো যাত্রী ছাউনি নেই, ওয়াশরুমের ব্যবস্থা নেই। এতে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

 

আরও পড়ুন: সিলেটের গ্রামীণ সড়কগুলোর বেহাল দশা, নেই সংস্কারের উদ্যোগ

 

অপরদিকে যন্ত্রপাতি ক্ষতি হলে পরিবহনেও বাড়ে কারিগরি ব্যয়। পরিবহন চালকরা বলেন, যাত্রীদের গাড়িতে উঠতে অসুবিধা হয় ময়লা পানির জন্য। পাশাপাশি কাদামাটির জন্য গাড়িও নোংরা হয়ে যায়।

 

পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির খন্দকার বলেন, পৌরসভাকে বারবার এ বিষয়ে জানানো হলেও তারা পুরোপুরি সংস্কার কাজ করছে না। ফলে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে টার্মিনালটি।

 

নতুন একটি প্রকল্পের মাধ্যমে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। পটুয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী অলক সমাদ্দার বলেন, আধুনিক বাস টার্মিনাল করার জন্য ৩৫ কোটি টাকার একটি ডিপিপি প্রস্তুত করা হয়েছে। এটি অনুমোদন পেলে আধুনিক একটি বাস টার্মিনাল জনগণকে উপহার দিতে পারব।

 

২০০৩ সালে দুই একর জমির ওপর ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে টার্মিনালটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর।

]]>
সম্পূর্ণ পড়ুন