শনিবার (৩০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, ঐক্যের মধ্যে যদি বিন্দুমাত্র ফাটল সৃষ্টি হয়, তাহলে সুযোগটা ফ্যাসিস্ট নিবে। সুযোগটা ষড়যন্ত্রকারীরা নিবে। জুলাই আন্দোলনে সবাই মিলে যে ঐকের জায়গায় ছিলাম, তা আরও সুদৃঢ় করে বাংলাদেশকে রক্ষা করতে হবে।
বিএনপি এই নেতা আরও বলেন, আজকে আওয়ামী লীগ বসে নেই, পার্শ্ববর্তী দেশও বসে নেই । পাচার করা হাজার হাজার কোটি টাকা দিয়ে জাতিকে অবরুদ্ধ করে রেখে ষড়যন্ত্রের বীজ বপন করে নির্বাচনকে বানচাল করে দিতে চায়।
আরও পড়ুন: জাতীয় ঐকমত্যের সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান: এ্যানি
এ্যানি বলেন, বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বাংলাদেশকে নতুন ভাবে গড়তে হবে। জুলাই আন্দোলনে আমরা যারা সবাই একসাথে ছিলাম, সবাই মিলে দেশটাকে গড়বো, জাতীয় ঐক্যমতের সরকার গঠন করবো।
এ্যানি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার যেভাবে অত্যাচার, নির্যাতন চালিয়েছে সে অধ্যায়টি সবাই ভুলে যাওয়ার কথা নয়। হাসিনার অত্যাচার নির্যাতন দেশের স্বাভাবিক রাজনীতি ধ্বংস করে দিয়েছে। সকল রাজনৈতিক দলের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে সাজার পর সাজা দিয়েছে। গুম করেছে, খুন করেছে, সর্বশেষ জুলাই আন্দোলনে যেভাবে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে তা আমরা ভুলে যাই নাই। হাসিনার এতো কিছুর পরেও সকল রাজনৈতিক দল ঐক্যের জায়গায় আমরা কি খুব ভালো ভাবে আছি?
সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি আবদুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম।
আরও পড়ুন: নির্বাচন বাধাগ্রস্ত হলে সবাই বিপদে পড়ব: এ্যানি
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা জামাতের আমির মাস্টার রুহুল আমিন ও বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজউল্যাসহ অনেকে।
প্রসঙ্গত, ১৩ বছর পর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ২০১২ সালে সম্মেলন হয়।