নুরুল হুদাকে লাঞ্ছনা: জামিন পেলেন স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা

২ সপ্তাহ আগে
‘মব’ তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে লাঞ্ছনার ঘটনায় গ্রেফতার তিনজনকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (২৫ জুন) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।


এর আগে তাদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম।


জামিন পাওয়া তিনজন হলেন: স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও মামলার প্রধান আসামি মোজাম্মেল হক ঢালী, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফ ও উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ূম।
 

আরও পড়ুন: কাঠগড়ায় বিচারকের সঙ্গে সাবেক সিইসি নুরুল হুদার কথোপকথন


আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আতিকুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান।


এর আগে সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল হানিফকে উত্তরা এলাকা থেকে আটক করে। মঙ্গলবার আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ।


উল্লেখ্য, রোববার উত্তরার বাসায় ঢুকে একদল লোক সাবেক সিইসি নুরুল হুদাকে বের করে আনে। জুতার মালা পরিয়ে তাকে হেনস্তা করে পুলিশে সোপর্দ করা হয়। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।


পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, দিনের ভোট রাতে করাসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি নেতা সালাউদ্দিন খানের করা মামলায় নুরুল হুদাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় সোমবার নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

]]>
সম্পূর্ণ পড়ুন