নীলফামারীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু, আহত ৩

২ সপ্তাহ আগে
নীলফামারীর ডোমারে বজ্রপাতে মো. হাসান (১৩) নামের ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাইসহ তিনজন আহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।


নিহত মো. হাসান বামুনিয়া মিস্ত্রীপাড়া এলাকার সাজু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আহতদের মধ্যে একজন হলেন নিহত হাসানের ছোট ভাই মো. হোসাইন (৭), অপর দুইজন বারোবিশা এলাকার জয়নুল ইসলামের মেয়ে রেমি আক্তার (২২), বামুনিয়ার গোলাম মোস্তাফার ছেলে আব্দুল খালেক(৫০)।


স্থানীয়রা জানান, সন্ধ্যায় বৃষ্টির মধ্যে দোলাবাড়ি এলাকায় হাঁস আনতে গিয়েছিল হাসান ও তার ছোট ভাই . হোসাইন । এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়। পাশেই থাকা হোসাইন বজ্রপাতের ঘটনায় অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


আরও পড়ুন: বজ্রপাতে দিনমজুরের মৃত্যু, বাবা-ছেলে হাসপাতালে


ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রায়হান বারী জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। নিহতের ছোট ভাইয়ের অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসা শেষে স্বজনরা  বাড়িতে নিয়ে গেছে।  আহত আরও দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন