নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

৩ সপ্তাহ আগে
নীলফামারী সদর উপজেলার কলেজ স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মোছা. হেনা বেগম (৪২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে চিলাহাটি থেকে খুলনাগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

নিহত হেনা বেগম নীলফামারীর কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুড়ী গ্রামের মো. রফিকুল ইসলামের স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি আন্তঃনগর ট্রেন ঢাকা অভিমুখে যাওয়ার সময় ওই নারী রেললাইনের পাশে অবস্থান করছিলেন। ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ তিনি লাইনের ওপর উঠে পড়েন এবং কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

 

আরও পড়ুন: মাহরিন চৌধুরীর সমাধিতে বিজিবি ও শিক্ষার্থীদের শ্রদ্ধা

 

খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এবং সৈয়দপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

 

রেলওয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন