নীলফামারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২ সপ্তাহ আগে
নীলফামারীর জলঢাকায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) সকালে জলঢাকা পৌরসভার উত্তর কাজীরহাট নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম মোছা. রুপা (২৯)। তিনি পৌরসভা এলাকার সুমন ইসলামের স্ত্রী। সুমন পেশায় মুদি দোকান ব্যবসায়ী।


রুপার স্বামী সুমন ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে আমি বাড়ি ফিরে ঘরে ঢুকেই দেখি রুপা গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। আমাদের মধ্যে কোনো ঝগড়া বা মনোমালিন্য হয়নি।’ তবে এলাকাবাসীর জানান, রুপা কিছুটা জেদি স্বভাবের ছিলেন।

আরও পড়ুন: রাজধানীতে ৩ নারীসহ চারজনের মরদেহ উদ্ধার

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।’

]]>
সম্পূর্ণ পড়ুন