নীরবতা ভেঙে নতুন পোস্ট দিলেন অপু বিশ্বাস

২০ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর রোমান্টিক ছবি ঘিরে খবরের শিরোনাম চারিদিকে। এদিকে অপু বিশ্বাসের জবাবের অপেক্ষায় ছিলেন নেটিজেনরা। এরপর রাজধানীর বনানীর একটি অনুষ্ঠানে দেখা গেল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। সেখানে সাম্প্রতিক ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে বেশ কৌশলী জবাব দিয়েছেন চিত্রনায়িকা। এবার নীরবতা ভেঙে নতুন পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস।

শাকিবের সঙ্গে বুবলীকে সুন্দর মুহূর্ত কাটাতে দেখার পরই ভক্তরা জানার অপেক্ষায় ছিলেন অপু বিশ্বাসের প্রতিক্রিয়া। বিষয়টি তিনি কিভাবে দেখছেন, জানতে চাওয়া হয় সাংবাদিকদের পক্ষ থেকে।


তবে নায়িকা এ বিষয়ে যেন কোনো মন্তব্যই করতে চাইলেন না। তিনি বরং বললেন, ১৫ জুন তার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাস দেখে নিতে।

 

আরও পড়ুন: শাকিব-বুবলী প্রসঙ্গে অপু বললেন, ১৫ জুনের স্ট্যাটাস পড়েন


এবার দেখা গেল অপু বিশ্বাস আজ সোমবার (৪ আগস্ট) ফেসবুকে একটি নতুন পোস্ট দিয়েছেন। তবে তা ছিল তার নতুন সেলুনের প্রচারণা। অপুর এই স্ট্যাটাসে এটাই বোঝা যায়, তিনি হয়তো আর ভার্চ্যুয়াল যুদ্ধে যেতে চান না। নিজের কাজ নিয়েই থাকতে চান। তারপরও এমন স্ট্যাটাসে একাধিক ভক্ত অপু বিশ্বাসকে খোঁচা মেরে মন্তব্য করেছেন।


মনিরা নামের একজন লিখেছেন, ‘বিশ্বাস করেন, কালকে বুবলীর পোস্ট দেখে আমি কান্না করে ফেলছি, সবকিছু পেছনে ফেলে এগিয়ে যান। মানুষ অতীতে বাঁচে না, বাঁচে বর্তমানে।’


রোবেনা কাজী লিখেছেন, ‘অপুর উচিত শাকিবকে মন থেকে মুছে ফেলা।’


অনেকেই অপু বিশ্বাসের চুপ থাকাকে সমর্থন করছেন। এটাকেই অপুর বুদ্ধিদীপ্ত পথ বলছেন ভক্তরা। 

 

আরও পড়ুন: সাদা শাড়িতে হাজির অপু বিশ্বাস, শাকিব-বুবলী প্রসঙ্গে দিলেন চমৎকার উত্তর

 

তাবাসসুম আক্তার লিখেছেন, ‘সঠিক সময় সঠিক প্রচার। অথচ অনেকেই অপেক্ষা ছিল আপনার কাউন্টার পোস্টের। তাদের চোখ ছিল আপনার ফেসবুক পোস্টের দিকে। এই সুযোগে আপনি আপনার বিজনেস প্রচারটা করে নিলেন, এই প্রথম আপনাকে বুদ্ধিমানের মতো কাজ করতে দেখলাম। আজীবন বুদ্ধিমান হয়ে থাকেন, শুভকামনা রইল আপনার জন্য।’

 

]]>
সম্পূর্ণ পড়ুন