নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করলো পুলিশ

৪ সপ্তাহ আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগবঞ্চিতদের আন্দোলনে পুলিশের ব্যাপক লাঠি চার্জের অভিযোগ উঠেছে। চলে ধাওয়া-পালটা ধাওয়া। এতে আহত হন অনেকে।

চাকরিতে নিয়োগের দাবিতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন নিয়োগবঞ্চিত শিক্ষকরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন তারা।

 

এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল এবং মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। এর প্রতিবাদে করা বিক্ষোভের এক পর্যায়ে নিয়োগবঞ্চিতদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। ফলে আহত হন অনেকে। চলে ধাওয়া-পালটা ধাওয়া।

 

আরও পড়ুন: জাবিতে পোষ্য কোটা বাতিল

 

কোন আইনের ভিত্তিতে নিয়োগ বাতিল হলো তা জানতে চান বিক্ষোভকারীরা। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সুপারিশপ্রাপ্তদেরও অন্য ৬টি বিভাগের মতো আগের নিয়মে চাকরিতে নিয়োগ দেয়ার দাবি তাদের।  

 

পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন এবং চাকরিতে নিয়োগের দাবিতে স্লোগান দিতে থাকেন। কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন তারা।

 

]]>
সম্পূর্ণ পড়ুন