নিয়ন্ত্রণে উখিয়ার একরাম মার্কেটের আগুন, ক্ষতিগ্রস্ত ২৫ স্থাপনা

২ সপ্তাহ আগে
কক্সবাজারের উখিয়া উপজেলা সদরে একরাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এবং আরও নয়জন আহত হয়েছেন। আগুনে ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্তত ২৫টি স্থাপনা সম্পূর্ণ ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

 

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা।

 

তিনি জানান, ঘটনাস্থলে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী মারা গেছেন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

আরও পড়ুন: উখিয়ায় একরাম মার্কেটে আগুন, দগ্ধ একজনের মৃত্যু

 

ডলার ত্রিপুরা বলেন,

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত মোহাম্মদ আলীর লেপ-তোষকের দোকানের মেশিনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।

 

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও জানান, অগ্নিকাণ্ডে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে এবং বসতঘরসহ আরও ৯টি স্থাপনা আংশিকভাবে পুড়ে গেছে।

 

এ ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা এখনো ঘটনাস্থলে তৎপর রয়েছেন এবং পুনরায় আগুন লাগার ঝুঁকি এড়াতে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন