নিহত কাতারি নিরাপত্তাকর্মীর পরিবারকে ক্ষতিপূরণ দেবে ইসরাইল!

১ দিন আগে
কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলার ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে ইসরাইল। এবার জানা গেল ওই হামলায় নিহত কাতারি নিরাপত্তা কর্মকর্তার পরিবারের কাছে ক্ষতিপূরণ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে তেল আবিব।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসরাইলের কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম কান পাবলিক ব্রডকাস্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

গত ৯ সেপ্টেম্বর গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময় কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরাইল।

 

ওই হামলায় ছয়জন নিহত হন, যার মধ্যে রয়েছেন সিনিয়র হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। ওই হামলার পর আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের উত্তেজনা বেড়ে যায়। 

 

সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, ওই হামলার পর গাজা যুদ্ধের মধ্যস্থতা থেকে সরে দাঁড়ায় কাতার। এমনকি ইসরাইল আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইলে মধ্যস্থতায় ফিরবে না বলেও মার্কিন কর্মকর্তাদের জানিয়ে দেয় দোহা।

 

আরও পড়ুন: কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

 

অবশেষে সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের সময় তারা কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানির সঙ্গে কথা বলেন। ফোনালাপে আল থানির কাছে দুঃখ প্রকাশ করেন নেতানিয়াহু।

 

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ায় নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন।

 

বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহু স্বীকার করেছেন যে জিম্মি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্যবস্তু করে হামলা কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের হামলা আর করা হবে না তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

 

তবে ঠিক কোন পর্যায়ে ইসরাইলে ওই কাতারি নিরাপত্তা কর্মকর্তার ক্ষতিপূরণ দেয়ার প্রস্তুতির কথা জানায়, তা এখনো পরিষ্কার নয়।

 

কান পাবলিক ব্রডকাস্টারের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের ক্ষতিপূরণ দেয়ার দৃষ্টান্ত আগেও আছে। ২০১৩ সালে নেতানিয়াহু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছে ২০১০ সালের গাজা ফ্লোটিলা অভিযানে তুর্কি কর্মীদের হত্যার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছিলেন। ওই সময় ক্ষতিপূরণ হিসেবে ইসরাইল ২০ মিলিয়ন ডলার দিয়েছিল।

 

আরও পড়ুন: গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবনায় কী কী আছে

 

প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর আকস্মিক ক্ষমা প্রার্থনায় ইসরাইলের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা বিস্মিত হয়েছেন, কারণ এ বিষয়ে আগে তাদের কিছু জানানো হয়নি।

 

এ বিষয়ে জানতে চাইলে নেতানিয়াহুর কার্যালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

 

সূত্র: টাইমস অব ইসরাইল

]]>
সম্পূর্ণ পড়ুন